নড়াইল প্রতিনিধিঃ ইমরান হাসান
নড়াইল মনিকা একাডেমির আয়োজনে গতকাল ১৭ জানুয়ারি, রবিবার বিকাল ৩ ঘটিকার সময় নড়াইল শহরের মোল্যা কমপ্লেক্সের মনিকা একাডেমির কার্যালয়ে মহান বিজয় দিবস ও বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে
শিশু-কিশোরদের বিভিন্ন বিভাগে শিল্প-সংস্কৃতির প্রতিযোগিতার পুরস্কার বিতরণী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
মনিকা একাডেমীর পরিচালক ও সবুজকথা’র সম্পাদক মোঃ সবুজ সুলতানের পরিচালনায় ও সবুজকথা আঞ্চলিক শিল্প ও সাহিত্য পরিষদের আহবায়ক কবি মিজানুর
রহমানের সভাপতিত্বে এ আলোচনা সভা ও পুরষ্কার বিতারণী অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উদ্বোধক হিসাবে উপস্থিত ছিলাম নড়াইল জেলা রাইস মিল সমিতির সভাপতি ও মোল্ল্যা কমপ্লেক্স এর স্বত্বাধিকারী মোঃ আমিনুর রহমান মিটু এবং প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখের ওয়ালটন প্লাজা লিঃ নড়াইল
শাখা ব্যবস্থাপক মোঃ মোঃ আব্দুর রহমান প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন সোনালী ব্যাংক লিঃ নড়াইল আঞ্চলিক শাখার সিনিয়র প্রিন্সিপাল অফিসার ও সাহিত্যিক মোঃ মফিদুল ইসলাম। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন সত্রহাজারী এল,এস,জে,এন ইউনিয়ন ইনিষ্টিটিউশনের সহকারী প্রধান শিক্ষক আ,ন,ম মাজহারুল হক, নড়াইল
মনিকা একাডেমির উপদেষ্টা ও একুশে টেলিভিশনের নড়াইল জেলা প্রতিনিধি ফরহাদ খান, বল্লারটোপ আইডিয়াল কলেজের প্রভাষক মঞ্জুরুল কবীর নিউটন,
নড়াইল কালেক্টরেট স্কুলের প্রধান শিক্ষক মোঃ উজির আলী। বঙ্গবন্ধু তরুণ লেখক পরিষদের নড়াইল জেলা শাখার সহ-সভাপতি তাপস কুমার পাল, নড়াইল ওয়ালটন প্লাজার সিনিয়র অফিসার মোঃ হুমায়ুন কবীর, মনিকা একাডেমির সাবেক উপদেষ্টা সদস্য সুমাইয়া আফরোজ পিপা, একাডেমির শুভাকাংখী
সদস্য শারমিন রহমান নিতু, অগ্নিবীণা-নড়াইল শাখার সভাপতি কবি মাহবুবার রহমান মিঠু, নড়াইল স্বপ্নের খোঁজে ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা মির্জা গালিব সতেজ। এছাড়াও অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মনিকা একাডেমী ও সুমিতা ফ্যাশন, নড়াইলের সহ-পরিচালক নিলাসা আক্তার নীলা। সবুজকথা’র সাহিত্য সম্পাদক কবি জান্নাত হাকিম, সবুজকথা’র অন্যতম সদস্য কবি ইয়াসিন আরাফাত ও লেখক মোঃ হেলাল মুন্সী প্রমুখ।
এ সময় বক্তারা মুক্তিযুদ্ধের চেতনা ও বঙ্গবন্ধুর জীবন আদর্শ তুলে ধরে আলোচনার মাধ্যমে।
উল্লেখ্য গত ২০২০ সালের ৩০ ডিসেম্বর অর্ধশত শিশু-কিশোরদের নিয়ে চিত্রাংকন, আবৃত্তি, গজল, কুইজ এবং আঞ্চলিক কবি-লেখকদের নিয়ে কবিতা ও ছোট গল্প লেখা প্রতিযোগিতার আয়োজন করা হয়। এবং গতকাল ১৭ জানুয়ারী বিভিন্ন বিভাগে মোট ২৭ জন বিজয়ীকে পুরষ্কার হিসাবে ক্রেস্ট ও সনদপত্র তুলে দেওয়া হয়্।
ও আংশিক সহযোগিতায় সুমিতা ফ্যাশন,নড়াইল।#