নাটোর প্রতিনিধি.
নাটোরে মুজিববর্ষ উপলক্ষে প্রধান মন্ত্রীর উদ্যোগে ভূমিহীন ও গৃহহীন পরিবারকে ভুমি ও গৃহ প্রদান উপলে জেলা প্রশাসনের উদ্যোগে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
বৃহস্পতিবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে জেলা প্রশাসক মোঃ শহারিয়াজ জানান, মাননীয় প্রধানমন্ত্রীর সদিচ্ছা একজন ব্যক্তি ও গৃহহীন থাকবে না।
তারই অংশ হিসেবে প্রথম পর্যায়ে সারাদেশে পরিবার প্রতি দুই শংতাংশ জমি ৬৬ হাজার ১৮৯ টি গৃহ নির্মাণের উদ্যোগ নেয়া হয়েছে।
এরমধ্যে নাটোরে ৯ কোটি ৫৪ লক্ষ ১৮ হাজার টাকা ব্যয়ে ৫৫৮টি গৃহ নির্মাণের জন্য বরাদ্দ প্রদান করা হয়েছে। আগামী ২৩ জানুয়ারী প্রধান মন্ত্রী আনুষ্ঠনিকভাবে গৃহ প্রদান করবেন।সংবাদ সম্মেলনে নাটোরের ডিডিএলজি গোলাম রাব্বি, এডিসি রেভিনিউ আশরাফুল ইসলাম , অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট রহিমা খাতুন সহ জেলার কর্মকর্তা এবং প্রিন্ট টেলিভিশন মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন। জেলা প্রশাসক জানান, ৫৫৮টি গৃহ ছাড়াও সংসদ সদস্যগণ ও জেলা পরিষদের মাধ্যমে আরো ৯০টি ঘর নির্মাণ করা হচ্ছে।